শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৩১
নামাযের অধ্যায়
আসরের পর দু’রাক’আতে
১৮৩১। আবু বাকরা (রাহঃ) ......... বারা ইব্ন আ’যিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাকে সুলায়মান ইব্ন রাবী’আ (রাহঃ) তাঁর কোন এক প্রয়োজনে উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ)-এর নিকট প্রেরণ করেন। আমি তাঁর নিকট গেলাম। তিনি আমাকে বললেন ঃ তোমরা আসরের পরে সালাত আদায় করবে না। আমি তোমাদের জন্য আশংকা করছি যে, যেন এটি লোকদের জন্য ভিন্ন হিসাবে রেখে না যাও।
كتاب الصلاة
1831 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: بَعَثَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ بَرِيدًا إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فِي حَاجَةٍ لَهُ فَقَدِمْتُ عَلَيْهِ فَقَالَ لِي: «لَا تُصَلُّوا بَعْدَ الْعَصْرِ , فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَتْرُكُوهَا إِلَى غَيْرِهَا»