শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৩০
নামাযের অধ্যায়
আসরের পর দু’রাক’আতে
১৮৩০। ইব্ন মারযূক (রাহঃ) ......... আবু জামরা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি ইব্ন আব্বাস (রাযিঃ) কে আসর পরবর্তী সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেনঃ আমি উমর (রাযিঃ) কে প্রহার করতে দেখেছি, যখন তিনি কাউকে আসর পরবর্তী সালাত আদায় করতে দেখতেন।
كتاب الصلاة
1830 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ الصَّلَاةِ، بَعْدَ الْعَصْرِ فَقَالَ: «رَأَيْتُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ يَضْرِبُ الرَّجُلَ إِذَا رَآهُ يُصَلِّي بَعْدَ الْعَصْرِ»