শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮০৯
আসরের পর দু’রাক’আতে
১৮০৯। মুহাম্মাদ ইব্ন আযীয আল-আয়লী (রাহঃ) .... হারাম ইব্ন দারাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,আলী (রাযিঃ) মক্কার পথে আসরের পর দু’রাক’আত (সালাত) আদায় করেছেন। এতে উমর (রাযিঃ) তাঁকে ডাকলেন এবং তাঁর উপর অত্যন্ত রাগান্বিত হলেন। আর তিনি বললেন, আল্লাহর কসম অবশ্যই আপনি জ্ঞাত আছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে উক্ত দু’রাক’আত থেকে নিষেধ করতেন।
1809 - مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَزِيزٍ الْأَيْلِيُّ , قَالَ: ثنا سَلَامَةُ بْنُ رَوْحٍ , عَنْ عُقَيْلٍ , قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ , قَالَ: أَخْبَرَنِي حِزَامُ بْنُ دَرَّاجٍ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ سَبَّحَ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ , بِطَرِيقِ مَكَّةَ , فَدَعَاهُ عُمَرُ فَتَغَيَّظَ عَلَيْهِ وَقَالَ: «وَاللهِ لَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْهَانَا عَنْهُمَا»
