শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৬৭
ফজরের দু’রাক’আত সুন্নতের কিরা’আত
১৭৬৭। ইবরাহীম ইব্ন আবু দাউদ (রাহঃ) .... ্আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি অসংখ্যবার রাসূলুল্লাহ (ﷺ) কে ফজরের সালাতের পূর্বে দু’রাক’আতে (সুন্নত) এবং মাগরিবের পর দু’রাক’আতে কুল,ইয়া আয়্যুহাল কাফিরূন এবং কুল হুওয়াল্লাহু আহাদ এর কিরা’আত করতে শুনেছি।
1767 - فَإِذَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ الْوَلِيدِ بْنِ مَعْدَانَ , عَنْ عَاصِمٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللهِ , قَالَ: «مَا أُحْصِي مَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ وَالرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ بِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَقُلْ هُوَ اللهُ أَحَدٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৬৭ | মুসলিম বাংলা