শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৫৯
আন্তর্জাতিক নং: ১৭৬১
৩৩-ফজরের দু’রাক’আত সুন্নতের কিরা’আত
আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন যে, একদল আলিম বলেছেনঃ ফজরের দু’রাকআত সুন্নতে কিরা’আত করবে না। অপর একদল আলিম বলেছেনঃ ঐ দু’রাক’আতে শুধু সূরা ফাতিহা পাঠ করবে। এ বিষয়ে উভয় দল নিম্মোক্ত রিওয়ায়াত দ্বারা দলীল পেশ করেছেন ঃ
আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন যে, একদল আলিম বলেছেনঃ ফজরের দু’রাকআত সুন্নতে কিরা’আত করবে না। অপর একদল আলিম বলেছেনঃ ঐ দু’রাক’আতে শুধু সূরা ফাতিহা পাঠ করবে। এ বিষয়ে উভয় দল নিম্মোক্ত রিওয়ায়াত দ্বারা দলীল পেশ করেছেন ঃ
১৭৫৯-১৭৬১। ইউনুস (রাহঃ) ..... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,উম্মুল মু’মিনীন হাফ্সা (রাযিঃ) তাঁকে সংবাদ দিয়েছেন ঃ মুয়াযযিন যখন ফজরের আযান শেষ করত, তখন রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাত শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত দু’রাক’আত সালাত আদায় করে নিতেন।
মুহাম্মাদ ইবন ইদ্রিস আল-মক্কী (রাহঃ) ..... নাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা বলেছেনঃ ফজরের দু’রাক’আত সুন্নতে সংক্ষিপ্তকরণই (তথা কিরা’আত না করা) সুন্নত। আর যারা বলেন যে,উক্ত দু’রাক’আতে শুধু মাত্র সূরা ফাতিহা পড়া হবে তাদের মধ্যে মালিক ইব্ন আনাস (রাহঃ) অন্যতম।
ইউনুস (রাহঃ) .... মালিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ শুধুমাত্র আমি আমার ব্যাপারেই এটি গ্রহণ করছি যে,উক্ত দু’রাক’আতে সূরা ফাতিহা পড়ব।
মুহাম্মাদ ইবন ইদ্রিস আল-মক্কী (রাহঃ) ..... নাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা বলেছেনঃ ফজরের দু’রাক’আত সুন্নতে সংক্ষিপ্তকরণই (তথা কিরা’আত না করা) সুন্নত। আর যারা বলেন যে,উক্ত দু’রাক’আতে শুধু মাত্র সূরা ফাতিহা পড়া হবে তাদের মধ্যে মালিক ইব্ন আনাস (রাহঃ) অন্যতম।
ইউনুস (রাহঃ) .... মালিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ শুধুমাত্র আমি আমার ব্যাপারেই এটি গ্রহণ করছি যে,উক্ত দু’রাক’আতে সূরা ফাতিহা পড়ব।
بَابُ الْقِرَاءَةِ فِي رَكْعَتَيِ الْفَجْرِ قَالَ أَبُو جَعْفَرٍ: قَالَ قَوْمٌ لَا يُقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ , وَقَالَ آخَرُونَ يُقْرَأُ فِيهِمَا بِفَاتِحَةِ الْكِتَابِ خَاصَّةً. وَاحْتَجَّ الْفَرِيقَانِ فِي ذَلِكَ
1759 - بِمَا قَدْ حَدَّثَنِي يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ حَفْصَةَ أُمَّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنَ الْأَذَانِ لِصَلَاةِ الصُّبْحِ أَوِ النِّدَاءِ بِالصُّبْحِ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلَاةُ "
1760 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الْمَكِّيُّ , قَالَ: ثنا الْحُمَيْدِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ فَذَهَبُوا إِلَى أَنَّ السُّنَّةَ فِيهِمَا هِيَ التَّخْفِيفُ. وَمِمَّنْ قَالَ: إِنَّهُ يُقْرَأُ فِيهِمَا بِفَاتِحَةِ الْكِتَابِ خَاصَّةً , مَالِكُ بْنُ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
1761 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: قَالَ مَالِكٌ بِذَلِكَ آخُذُ فِي خَاصَّةِ نَفْسِي أَنْ أَقْرَأَ فِيهِمَا بِأُمِّ الْقُرْآنِ
1760 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الْمَكِّيُّ , قَالَ: ثنا الْحُمَيْدِيُّ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ فَذَهَبُوا إِلَى أَنَّ السُّنَّةَ فِيهِمَا هِيَ التَّخْفِيفُ. وَمِمَّنْ قَالَ: إِنَّهُ يُقْرَأُ فِيهِمَا بِفَاتِحَةِ الْكِتَابِ خَاصَّةً , مَالِكُ بْنُ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
1761 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: قَالَ مَالِكٌ بِذَلِكَ آخُذُ فِي خَاصَّةِ نَفْسِي أَنْ أَقْرَأَ فِيهِمَا بِأُمِّ الْقُرْآنِ
