শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৫১
বিতর প্রসঙ্গ
১৭৫১। ইউনুস (রাহঃ) .... সাঈদ ইব্নুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ আমার নিকট সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ) এর খান্দানের বৃদ্ধ লোকেরা এসে সাক্ষ্য দিয়েছেন যে, সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ) এক রাক’আতে বিতর আদায় করতেন।
1751 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ , قَالَ: ثنا بَكْرُ بْنُ مُضَرَ , عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ , حَدَّثَهُمْ , عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: شَهِدَ عِنْدِي مَنْ شِيبَ مِنْ آلِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ,: أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَ يُوتِرُ بِوَاحِدَةٍ "
