শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৪৩
বিতর প্রসঙ্গ
১৭৪৩। আবু বাকরা (রাহঃ) .... আবু খালদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আবুল আলিয়া (রাহঃ) -কে বিতর সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীগণ সম্পর্কে জেনেছি অথবা তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, বিতর মাগরিবের সালাতের অনুরূপ। কিন্তু আমরা তৃতীয় রাক’আতে কিরা’আত পাঠ করতাম। এটি হচ্ছে রাতের বিতর আর অন্যটি (মাগরিব) হচ্ছে দিনের বিতর।
1743 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا أَبُو خَلْدَةَ، قَالَ: سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ عَنِ الْوِتْرِ، فَقَالَ: «عَلَّمَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ عَلَّمُونَا أَنَّ الْوِتْرَ مِثْلُ صَلَاةِ الْمَغْرِبِ , غَيْرَ أَنَّا نَقْرَأُ فِي الثَّالِثَةِ , فَهَذَا وِتْرُ اللَّيْلِ , وَهَذَا وِتْرُ النَّهَارِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৪৩ | মুসলিম বাংলা