শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৪২
বিতর প্রসঙ্গ
১৭৪২। ইব্ন আবু দাউদ (রাহঃ) ..... মিসওয়ার ইব্ন-মাখ্মারা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে ,তিনি বলেছেনঃ আমরা আবু বকর (রাযিঃ)-কে রাতে দাফন করেছি। উমর (রাযিঃ) বললেন,আমি তো বিতর আদায় করিনি। তিনি দাঁড়িয়ে গেলেন আর আমরাও তার পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলাম। তিনি আমাদেরকে নিয়ে তিন রাক’আত আদায় করলেন। তিনি সালাত শেষ না করে সালাম ফিরালেন না।
1742 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ سُلَيْمَانَ الْجُعْفِيُّ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو , عَنِ ابْنِ أَبِي هِلَالٍ , عَنِ ابْنِ السَّبَّاقِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ , قَالَ: دَفَنَّا أَبَا بَكْرٍ لَيْلًا , فَقَالَ عُمَرُ: «إِنِّي لَمْ أُوتِرْ , فَقَامَ وَصَفَفْنَا وَرَاءَهُ , فَصَلَّى بِنَا ثَلَاثَ رَكَعَاتٍ , لَمْ يُسَلِّمْ إِلَّا فِي آخِرِهِنَّ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৪২ | মুসলিম বাংলা