শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৩৩
বিতর প্রসঙ্গ
১৭৩৩। ফাহাদ (রাহঃ) .....আবু আইয়্যুব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিতর হলো হক তথা আবশ্যিক। কেউ যদি ইচ্ছা করে পাঁচ রাক’আতে বিতর আদায় করবে করুক,কেউ যদি তিন রাক’আতে আদায় করতে চায় করুক,আর কেউ যদি এক রাক’আতে আদায় করতে চায়,তাও করতে পারে।
1733 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ الضَّحَّاكِ، قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ، قَالَ: ثنا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান