আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৪৪
২৫৯৫. আল্লাহর বাণীঃ وما خلق الذكر والأنثى "এবং শপথ তার, যিনি নর-নারী সৃষ্টি করেছেন" (৯৩ঃ ২)
৪৫৮৪। উমর ইবনে হাফস (রাহঃ) ......... ইবরাহীম (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর কতিপয় সাথী আবু দারদা (রাযিঃ) এর কাছে আগমন করলেন। তিনিও তাদেরকে তালাশ করে পেয়ে গেলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এর কিরাআত অনুযায়ী কে কুর’আন পাঠ করতে পারে? আলকামা (রা) বললেন, আমরা সকলেই। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভাল হাফিয কে? সকলেই আলকামার প্রতি ইঙ্গিত করলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে وَاللَّيْلِ إِذَا يَغْشَى কিভাবে পড়তে শুনেছেন? আলকামা (রাযিঃ) বললেন, আমি তাকে وَالذَّكَرِ وَالأُنْثَى পড়তে শুনেছি। এ কথা শুনে আবু দারদা বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নবী (ﷺ) কে অনুরূপ তিলাওয়াত করতে শুনেছি। কিন্তু এসব (সিরিয়াবাসী) লোকেরা চাচ্ছে, আমি যেন আয়াতটি وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنْثَى পড়ি। আল্লাহর কসম! আমি তাদের কথা মানব না।
