আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৪৩
২৫৯৪. সূরা আল লাইল, আল্লাহর বাণীঃ والنهار إذا تجلى "শপথ দিবসের, যখন তা আবির্ভূত হয়" (৯২ঃ ২)
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, وَكَذَّبَ بِالْحُسْنٰى অর্থ প্রতিদানে অস্বীকার করল।
মুজাহিদ (রাহঃ) বলেন, تَرَدّٰى অর্থ যখন যে মরে যাবে। تَلَظّٰى মানে লেলিহান অগ্নি।
উবাইদ ইবনে উমায়র (র) শব্দটিকে تَتَلَظّٰى পড়তেন।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, وَكَذَّبَ بِالْحُسْنٰى অর্থ প্রতিদানে অস্বীকার করল।
মুজাহিদ (রাহঃ) বলেন, تَرَدّٰى অর্থ যখন যে মরে যাবে। تَلَظّٰى মানে লেলিহান অগ্নি।
উবাইদ ইবনে উমায়র (র) শব্দটিকে تَتَلَظّٰى পড়তেন।
৪৫৮৩। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... আলকামা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ (রাযিঃ) এর একদল সাথীর সাথে সিরিয়া গেলাম। আবু দারদা আমাদের কাছে এসে বললেন, কুর’আন পাঠ করতে পারেন এমন কেউ আছেন কি? আমরা বললাম, হ্যাঁ আছে। এরপর তিনি বললেন, তাহলে আপনাদের মাঝে উত্তম কারী কে? লোকেরা ইশারা করে আমাকে দেখিয়ে দিলে তিনি আমাকে বললেন, পড়ুন। আমি পড়লাম, وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى তিলাওয়াত শুনে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই সূরা আপনার ওস্তাদ [আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা)] এর মুখে শুনেছেন? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, আমি এই সূরাটি নবী (ﷺ) এর মুখে শুনেছি। কিন্তু তারা (সিরিয়াবাসী) তা অস্বীকার করছে।
