শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬২৬
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬২৬। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) …..আবু হাযিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সাহল ইবন সাদ সাইদী (রাযিঃ)-কে দেখেছেন যখন তিনি সালাত শেষ করতেন তখন ডানে এবং বামে সালাম ফিরাতেন।

আবু জাফর (তাহাবী র) বলেন : আবু বকর (রাযিঃ), উমর (রো), আলী (রাযিঃ), ইব্‌ন মাসউদ (রাযিঃ) ও
আম্মার (রাযিঃ) প্রমুখ রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবী এবং পূর্বে উল্লিখিত অপরাপর সাহাবী সকলে-ই নিজেদের ডানে এবং বামে সালাম ফিরাতেন। রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর যুগের সাথে তাদের নিকটবর্তী হওয়া এবং তাঁর কার্যাদি তাঁদের কর্তৃক সংরক্ষণ হওয়া সত্বেও অন্যরা কেউ এ ব্যাপারে তাদের
প্রতিবাদ করেনি । .
অতএব এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে কোন কিছু বর্ণিত না হলেও তাঁদের বিরোধিতা করা কারো জন্য সমীচীন হতো না । অথচ এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে হাদীস বর্ণিত রয়েছে যা তাদের কার্যাদির অনুকূলে সু-প্রমাণিত । তাই তাঁদের বিরোধিতা কিভাবে করা যাবে ?

যদি কোন অস্বীকারকারী আবু ওয়াইল (রাহঃ) সূত্রে আলী (রাযিঃ) থেকে আমরা যে রিওয়ায়াত করেছি তা
অস্বীকার করে, যাতে উল্লেখ রয়েছে যে, তিনি সালাতে দু'সালাম দিতেন এবং এ বিষয়ে আমাদের
সেই রিওয়ায়াতও অস্বীকার করে, যাতে তাঁর সুত্রে আব্দুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে (দু'সালামের
কথা) বর্ণিত আছে, এবং দলীল হিসাবে এক সালাম সংক্রান্ত নিন্নের রিওয়ায়াত পেশ করেঃ
1626 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ: «أَنَّهُ رَأَى سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ إِذِ انْصَرَفَ مِنَ الصَّلَاةِ , سَلَّمَ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعَلِيٌّ وَابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمْ وَعَمَّارٌ , وَمَنْ ذَكَرْنَا مَعَهُمْ يُسَلِّمُونَ عَنْ أَيْمَانِهِمْ , وَعَنْ شَمَائِلِهِمْ لَا يُنْكِرُ ذَلِكَ عَلَيْهِمْ غَيْرُهُمْ عَلَى قُرْبِ عَهْدِهِمْ بِرُؤْيَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحِفْظَهُمْ لِأَفْعَالِهِ. فَمَا يَنْبَغِي لِأَحَدٍ خِلَافُهُمْ لَوْ لَمْ يَكُنْ رُوِيَ فِي ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ فَكَيْفَ وَقَدْ رُوِيَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوَافِقُ فِعْلَهُمْ رَضِيَ اللهُ عَنْهُمْ؟ فَإِنْ أَنْكَرَ مُنْكِرٌ مَا رَوَيْنَا عَنْ أَبِي وَائِلٍ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ كَانَ يُسَلِّمُ فِي الصَّلَاةِ تَسْلِيمَتَيْنِ , وَمَا رَوَيْنَا عَنْهُ فِي ذَلِكَ , عَنْ عَبْدِ اللهِ وَاحْتَجَّ لِمَا أَنْكَرَ مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান