শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬২০
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬২০। ইবন মারযূক (রাহঃ) ….. আবু রাযীন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আলী (রাযিঃ) এবং আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি।, তাঁরা উভয়ে দু সালাম দিয়েছেন।
1620 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي رَزِينٍ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ وَعَبْدِ اللهِ فَسَلَّمَا تَسْلِيمَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬২০ | মুসলিম বাংলা