শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬১৯
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১৯। হুসায়ন ইবন নসর (রাহঃ) ….. আবু রাযীন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আলী (রাযিঃ) তাঁর ডানে এবং বামে সালাম ফিরাতেন। সুফয়ান (রাহঃ)-কে জিজ্ঞাসা করা হলো, আলী (রাযিঃ) (এরূপ করতেন)? তিনি বললেন, হ্যাঁ।
1619 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي رَزِينٍ، قَالَ: " كَانَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ. قِيلَ لِسُفْيَانَ: عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ؟ قَالَ: نَعَمْ "

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামায শেষ করতে হয় ডানে-বামে পূর্ণ ঘাড় ঘুরিয়ে দু’দিকে সালাম ফিরানোর মাধ্যমে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫২৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬১৯ | মুসলিম বাংলা