শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬১৫
আন্তর্জাতিক নং: ১৬১৭
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১৫-১৬১৭। হুসাইন ইবনে নসর (রাহঃ) এবং আলী ইবুন শায়বা (রাহঃ)...... মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন
যে, তিনি বলেছেনঃ আবু বকর (রাযিঃ) ডানে এবং বামে সালাম ফিরাতেন। তারপর তিনি দ্রুত
মুক্তাদিদের দিকে মুখ ফিরাতেন যেন তিনি উত্তপ্ত প্রস্তরের উপর অবস্থান করছিলেন।

আবু বাকরা (রাহঃ)..... হাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
1615 - وَقَدْ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , وَعَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ حَمَّادٍ , عَنْ أَبِي الضُّحَى , عَنْ مَسْرُوقٍ , قَالَ: كَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ , ثُمَّ يَنْتَقِلُ سَاعَتَئِذٍ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ "

1616 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، وَوَهْبٌ قَالَا: ثنا شُعْبَةُ، وَهِشَامٌ، ح

1617 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ حَمَّادٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামায শেষ করতে হয় ডানে-বামে পূর্ণ ঘাড় ঘুরিয়ে দু’দিকে সালাম ফিরানোর মাধ্যমে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫২৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান