শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৮৬
আন্তর্জাতিক নং: ১৫৮৭
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৬-১৫৮৭। ইউনুস (রাহঃ) মারযুক (রাহঃ)..... সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন রাসূলুল্লাহ (ﷺ) ডানদিকে সালাম ফিরাতেন, যাতে আমি তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম, এবং বামদিকে সালাম ফিরাতেন যাতে আমি তার গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম।
অতএব তার থেকে দারাওয়ারদী যা রিওয়ায়াত করেছেন তা খণ্ডন হয়ে গেল। সাদ (রাযিঃ) সূত্রে
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি দু’সালাম ফিরাতেন।
এ বিষয়ে রাসূলুল্লাহ -এর একাধিক সাহাবী তার অনুকূলে রয়েছেন।
অতএব তার থেকে দারাওয়ারদী যা রিওয়ায়াত করেছেন তা খণ্ডন হয়ে গেল। সাদ (রাযিঃ) সূত্রে
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি দু’সালাম ফিরাতেন।
এ বিষয়ে রাসূলুল্লাহ -এর একাধিক সাহাবী তার অনুকূলে রয়েছেন।
1586 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ ح
1587 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ , وَعَنْ يَسَارِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ» فَقَدِ انْتَفَى بِمَا ذَكَرْنَا مَا رَوَى الدَّرَاوَرْدِيُّ عَنْهُ , وَثَبَتَ عَنْ سَعْدٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ. وَقَدْ وَافَقَهُ عَلَى ذَلِكَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1587 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ , وَعَنْ يَسَارِهِ حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ» فَقَدِ انْتَفَى بِمَا ذَكَرْنَا مَا رَوَى الدَّرَاوَرْدِيُّ عَنْهُ , وَثَبَتَ عَنْ سَعْدٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ. وَقَدْ وَافَقَهُ عَلَى ذَلِكَ غَيْرُ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
