শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৭৭
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৭। ইবন মারযূক (রাহঃ) : হাততান ইবনে আব্দুল্লাহ আল-রাককাশী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনি বলেছেন যে, আমাকে আবু মুসা আল-আশআরী (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে খুতবা প্রদান করেছেন, আমাদেরকে তিনি আমাদের সুন্নত ও সালাত শিখিয়েছেন। তারপর বলেছেন, (সালাতের) বৈঠকে তােমাদের দু'আ যেন হয়ঃ
التحيات الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا اله الا الله وأن محمدا
رسول الله
এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ঃ
এ বিষয়ে তার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে,
তিনি বলেছেন যে, আমাকে আবু মুসা আল-আশআরী (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে খুতবা প্রদান করেছেন, আমাদেরকে তিনি আমাদের সুন্নত ও সালাত শিখিয়েছেন। তারপর বলেছেন, (সালাতের) বৈঠকে তােমাদের দু'আ যেন হয়ঃ
التحيات الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا اله الا الله وأن محمدا
رسول الله
এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ঃ
এ বিষয়ে তার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত আছে,
1577 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا هَمَّامٌ، قَالَ: ثنا قَتَادَةُ، قَالَ: ثنا أَبُو غَلَّابٍ يُونُسُ بْنُ جُبَيْرٍ أَنَّ حِطَّانَ بْنَ عَبْدِ اللهِ الرَّقَاشِيَّ، حَدَّثَهُ , قَالَ: قَالَ لِي أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَنَا فَعَلَّمَنَا سُنَّتَنَا , وَعَلَّمَنَا صَلَاتَنَا فَقَالَ: «إِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ قَوْلِ أَحَدِكُمْ , التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ فَرُوِيَ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
