শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৩৪
সিজদারত অবস্থায় কোথায় হাত রাখা উত্তম?
১৫৩৪। ইবনে আবু দাউদ (রাহঃ)......আব্দুল জাব্বার ইবনে ওয়াইল ইবন হুজর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনি বলেছেন, আমি কিশাের ছিলাম, আমার পিতার সালাত আমি হৃদয়ঙ্গম করতে সক্ষম ছিলাম না। তারপর ওয়াইল ইবন আলকামা আমার পিতা ওয়াইল ইব্‌ন হুজর (রাযিঃ) থেকে আমার কাছে
হাদীস বর্ণনা করে বললেন যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। তিনি যখন সিজদায় যেতেন তখন তার মুখমণ্ডলকে নিজের উভয় (হাতের) তালুর মধ্যখানে রাখতেন।
1534 - وَبِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ , قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلِ بْنِ حُجْرٍ , قَالَ: كُنْتُ غُلَامًا لَا أَعْقِلُ صَلَاةَ أَبِي فَحَدَّثَنِي وَائِلُ بْنُ عَلْقَمَةَ , عَنْ أَبِي وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: «صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَكَانَ إِذَا سَجَدَ وَضَعَ وَجْهَهُ بَيْنَ كَفَّيْهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৩৪ | মুসলিম বাংলা