শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৭৯
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৭৯। আবু বাকরা (রাহঃ).... আবু রাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: আমি উমর ইনুল খাত্তাব (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি। তিনি সূরা আহযাব দিয়ে কিরা'আত করেছেন এবং আমি তাঁর কুনূত শ্রবণ করেছি, অথচ আমি শেষ কাতারে ছিলাম।
1479 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ , صَلَاةَ الصُّبْحِ , فَقَرَأَ بِالْأَحْزَابِ , فَسَمِعْتُ قُنُوتَهُ , وَأَنَا فِي آخِرِ الصُّفُوفِ»
