শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৭৮
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৭৮। আবু বাকরা (রাহঃ).... উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি ফজরের সালাতে দু'টি সূরা দিয়ে কুনূত পাঠ করতেন। একটি হচ্ছে اللهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ অপরটি হচ্ছে اللهُمَّ إِيَّاكَ نَعْبُدُ
كتاب الصلاة
1478 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ عَنْ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّهُ كَانَ يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ بِسُورَتَيْنِ: «اللهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ» وَاللهُمَّ إِيَّاكَ نَعْبُدُ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান