শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৭৫
আন্তর্জাতিক নং: ১৪৭৬
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৭৫_১৪৭৬। সালিহ্ ইব্ন আব্দুর রহমান আল-আনসারী (রাহঃ).... উবায়দ ইবন উমায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি। তিনি তাতে রুকু’র পরে কুনূত পাঠ করেছেন, এবং তিনি কুনূতে বলেছেন :
اللهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ , وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ كُلَّهُ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي , وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ»
হে আল্লাহ্! আমরা তোমার নিকট সাহায্য চাচ্ছি এবং তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, তোমারই উত্তম প্রশংসা করছি এবং আমরা তোমার শোকর আদায় করছি, তোমার না শোকরী করছি না, যারা তোমার নাফরমানী করে তাদের আমরা পরিত্যাগ করে চলি। হে আল্লাহ্! আমরা একমাত্র তোমারই ইবাদাত করি, একমাত্র তোমারই জন্য সালাত আদায় করি, একমাত্র তোমাকেই সিজদা করি এবং একমাত্র তোমার আদেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত আছি। তোমার রহমতের আশা এবং তোমার আযাবের ভয় হৃদয়ে পোষণ করি। বস্তুত যদিও তোমার প্রকৃত শাস্তি শুধু কাফিরগণের উপরই হবে।
সালিহ্ (রাহঃ)....আব্দুর রহমান ইব্ন আবযা আল- খুযাঈ' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উমর (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছেন তিনি অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি বলেছেন, “আমরা তোমার উত্তম প্রশংসা করছি এবং তোমার অকৃতজ্ঞ হব না, তোমার কঠিন শাস্তিকে ভয় করি।"
اللهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ , وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ كُلَّهُ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي , وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ»
হে আল্লাহ্! আমরা তোমার নিকট সাহায্য চাচ্ছি এবং তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, তোমারই উত্তম প্রশংসা করছি এবং আমরা তোমার শোকর আদায় করছি, তোমার না শোকরী করছি না, যারা তোমার নাফরমানী করে তাদের আমরা পরিত্যাগ করে চলি। হে আল্লাহ্! আমরা একমাত্র তোমারই ইবাদাত করি, একমাত্র তোমারই জন্য সালাত আদায় করি, একমাত্র তোমাকেই সিজদা করি এবং একমাত্র তোমার আদেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত আছি। তোমার রহমতের আশা এবং তোমার আযাবের ভয় হৃদয়ে পোষণ করি। বস্তুত যদিও তোমার প্রকৃত শাস্তি শুধু কাফিরগণের উপরই হবে।
সালিহ্ (রাহঃ)....আব্দুর রহমান ইব্ন আবযা আল- খুযাঈ' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উমর (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছেন তিনি অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি বলেছেন, “আমরা তোমার উত্তম প্রশংসা করছি এবং তোমার অকৃতজ্ঞ হব না, তোমার কঠিন শাস্তিকে ভয় করি।"
كتاب الصلاة
1475 -قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ: ثنا هُشَيْمٌ , قَالَ: أنا ابْنُ أَبِي لَيْلَى , عَنْ عَطَاءٍ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ قَالَ: صَلَّيْتُ خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ صَلَاةَ الْغَدَاةِ فَقَنَتَ فِيهَا بَعْدَ الرُّكُوعِ وَقَالَ فِي قُنُوتِهِ: «اللهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ , وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ كُلَّهُ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي , وَنَسْجُدُ وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ»
1476 - وَإِذَا صَالِحٌ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا سَعِيدٌ قَالَ: ثنا هُشَيْمٌ قَالَ: أنا حُصَيْنٌ عَنْ ذَرِّ بْنِ عَبْدِ اللهِ الْهَمْدَانِيِّ , عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى الْخُزَاعِيِّ , عَنْ أَبِيهِ أَنَّهُ صَلَّى خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ إِلَّا أَنَّهُ قَالَ: «نُثْنِي عَلَيْكَ وَلَا نَكْفُرُكَ , وَنَخْشَى عَذَابَكَ الْجِدَّ»
1476 - وَإِذَا صَالِحٌ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا سَعِيدٌ قَالَ: ثنا هُشَيْمٌ قَالَ: أنا حُصَيْنٌ عَنْ ذَرِّ بْنِ عَبْدِ اللهِ الْهَمْدَانِيِّ , عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى الْخُزَاعِيِّ , عَنْ أَبِيهِ أَنَّهُ صَلَّى خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ إِلَّا أَنَّهُ قَالَ: «نُثْنِي عَلَيْكَ وَلَا نَكْفُرُكَ , وَنَخْشَى عَذَابَكَ الْجِدَّ»