শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৬৩
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৬৩। ফাহাদ (রাহঃ) আনাস (রাযিঃ) ...... থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) এক মাসকাল যাবত রুকূ'র পরে আরব গোত্র সমূহের এক গোত্রের বিরুদ্ধে বদ্ দু'আ করেছেন, তারপর উহা ত্যাগ করেন।

পর্যালোচনা : আবু জা'ফর (ইমাম তাহাবী র) বলেন : আলিম ও ফকীহগণের একটি দল ফজরের সালাতে কুনূত পাঠ প্রমাণিত আছে বলে অভিমত ব্যক্ত করেছেন। তারপর এই অভিমত ব্যক্তকারীরা দুই দলে বিভক্ত হয় এক দল বলেছেন, কুনূত পাঠ রুকু' করার পর, অন্যরা বলেছেন, রুকূ' করার পূর্বে। যাঁরা রুকু'র পূর্বে বলে মত ব্যক্ত করেছেন, তাঁদের মতে ইবন আবু লায়লা (রাহঃ) ও ইমাম মালিক ইব্‌ন আনাস (রাহঃ)-ও রয়েছেন।
كتاب الصلاة
1463 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا هِشَامُ الدَّسْتُوَائِيُّ , عَنْ قَتَادَةَ , عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ , يَدْعُو عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ , ثُمَّ تَرَكَهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى إِثْبَاتِ الْقُنُوتِ فِي صَلَاةِ الْفَجْرِ ثُمَّ افْتَرَقُوا فِرْقَتَيْنِ. فَقَالَتْ فِرْقَةٌ مِنْهُمْ هُوَ بَعْدَ الرُّكُوعِ وَقَالَتْ فِرْقَةٌ قَبْلَ الرُّكُوعِ. وَمِمَّنْ قَالَ ذَلِكَ مِنْهُمُ ابْنُ أَبِي لَيْلَى وَمَالِكُ بْنُ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৬৩ | মুসলিম বাংলা