শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৫৪
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৪। মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ).... আসিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, কুনূত পাঠ রুকূ'র পূর্বে না পরে ? তিনি বললেন, না, বরং রুকূ'র পূর্বে। আমি বললাম, লোকেরা ধারণা পোষণ করে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রুকু’র পরে কুনূত পাঠ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মাস ব্যাপী সেই সমস্ত লোকদের বিরুদ্ধে বদ দু'আ করার নিমিত্ত কুনূত পাঠ করেছিলেন, যারা কিছু সংখ্যক কুরআনের দক্ষ হাফিয সাহাবীকে শহীদ করেছিলো।
كتاب الصلاة
1454 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ , عَنْ عَاصِمٍ قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَ الرُّكُوعِ؟ فَقَالَ: لَا , بَلْ قَبْلَ الرُّكُوعِ. قُلْتُ: إِنَّ نَاسًا يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ. قَالَ: «إِنَّمَا قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا , يَدْعُو عَلَى نَاسٍ قَتَلُوا نَاسًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ»