শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫৩
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫৩। আবু উমাইয়া (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) (রুকু'র) পরে এক মাস ব্যাপী কুনূত পাঠ করেছেন। রাবী বলেন, আমি বললাম, (সাধারণত) কখন কুনূত পাঠ করা হয়? তিনি বললেন, রুকূ'র পূর্বে ।
كتاب الصلاة
1453 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: " إِنَّمَا قَنَتَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرَّكْعَةِ شَهْرًا. قَالَ: قُلْتُ , فَكَيْفَ الْقُنُوتُ؟ قَالَ: قَبْلَ الرُّكُوعِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৫৩ | মুসলিম বাংলা