শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩২
ইমামের জন্য সামিআল্লাহুলিমান হামিদা বলার পরে রাব্বানা ওয়া লাকালহামদ বলা সমীচীন কি-না ?
১৪৩২। ইউনুস (রাহঃ) .... সাঈদ ইবন মুসাইয়্যিব (রাহঃ) ও আবু সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন : "রাসুলুল্লাহ্ (ﷺ) যখন ফজরের সালাতে কিরাআত থেকে অবসর হতেন এবং তাকবীর বলতেন, তারপর রুকূ থেকে মাথা তুলে বলতেন : سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ , رَبَّنَا وَلَكَ الْحَمْدُ , اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ
তারপর সম্পূর্ণ হাদীস উল্লেখ করেছেন।
এতেও সম্ভবত তিনি তা কুনূতে (নাযিলার অংশ) হিসাবে পড়েছেন। তারপর তা পরবর্তীতে ছেড়ে দিয়েছেন। যখন তিনি এ কুনূত পরিত্যাগ করেছেন। সুতরাং আমরা অন্য হাদীসের দিকে প্রত্যাবর্তন করব এবং দেখব তাতে আমরা যা উল্লেখ করেছি তার কোন কিছুর প্রমাণ রয়েছে কি-না :
তারপর সম্পূর্ণ হাদীস উল্লেখ করেছেন।
এতেও সম্ভবত তিনি তা কুনূতে (নাযিলার অংশ) হিসাবে পড়েছেন। তারপর তা পরবর্তীতে ছেড়ে দিয়েছেন। যখন তিনি এ কুনূত পরিত্যাগ করেছেন। সুতরাং আমরা অন্য হাদীসের দিকে প্রত্যাবর্তন করব এবং দেখব তাতে আমরা যা উল্লেখ করেছি তার কোন কিছুর প্রমাণ রয়েছে কি-না :
1432 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , وَأَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّهُمَا سَمِعَاهُ يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَفْرَغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنَ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ , ويَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ يَقُولُ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ , رَبَّنَا وَلَكَ الْحَمْدُ , اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ» ثُمَّ ذَكَرَ الْحَدِيثَ، فَقَدْ يَجُوزُ أَيْضًا أَنْ يَكُونَ قَالَ ذَلِكَ ; لِأَنَّهُ مِنَ الْقُنُوتِ ثُمَّ تَرَكَهُ بَعْدُ , لَمَّا تَرَكَ الْقُنُوتَ , فَرَجَعْنَا إِلَى غَيْرِ هَذَا الْحَدِيثِ هَلْ فِيهِ دَلَالَةٌ عَلَى شَيْءٍ مِمَّا ذَكَرْنَا؟
