শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৫৮
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৫৮। ইব্ন আবী দাউদ (রঃ)..... মুজাহিদ (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন উমার (রাঃ)- পিছনে সালাত আদায় করেছি। তিনি সালাতে প্রথম তাকবীরের সময় ছাড়া হাত তুলতেন না।

মূল্যায়নঃ
ইনি হলেন ইব্ন উমার (রাঃ), যিনি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে হাত তুলতে দেখেছেন। তারপর তিনি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অব্যবহিত পরে হাত তোলা পরিত্যাগ করেছেন। সুতরাং এটা শুধুমাত্র তখন-ই হতে পারে, যখন তাঁর নিকট নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সেই আমল রহিত হওয়া প্রমানিত হয়ে গিয়েছিলো, যা তিনি দেখেছিলেন, এবং পরিপন্থী দলীল সাব্যস্ত হয়ে গিয়েছিল।
যদি কোন প্রশ্নকারী বলে যে, এই হাদীসটি 'মুনকার'। (উত্তরে) তাকে বলা হবে যে, এর স্বপক্ষে কি দলীল আছে? তুমি কখনও তা পেশ করতে সক্ষম হবে না।
যদি বলো, তাউস (রঃ) উল্লেখ করেছেন, তিনি ইব্ন উমার (রাঃ) কে সেই অনুযায়ী আমল করতে দেখেছেন যা সংশ্লিষ্ট বিষয়ে তাঁর সূত্রে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত আছে। তাদেরকে (উত্তরে) বলা হবে যে, তাউস (রঃ) তা উল্লেখ করেছেন বটে, কিন্তু মুজাহিদ (রঃ)-এর পরিপন্থী কথা বলেছেন। তাই হতে পারে যে, ইব্ন উমার (রাঃ) সেই আমল যা তাউস (রঃ) দেখেছেন সেই সময়ে করেছেন, যখন তাঁর নিকট এটা রহিত হওয়ার প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। তারপর তাঁর নিকট এটা রহিত হওয়ার প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেলে তা ছেড়ে দিয়েছেন এবং সেই আমল করেছেন যা মুজাহিদ (রঃ) তাঁর থেকে বর্ণনা করেছেন। সাহাবীগণ থেকে যা বর্ণিত আছে তা এরুপভাবে প্রয়োগ করাই শ্রেয় এবং এর থেকে সংশয় দূর হয়ে তা সাব্যস্ত হয়ে যায়। অন্যথায় অধিকাংশ রিওয়য়াত রহিত হয়ে যাবে।
থাকলো ওয়াইল (রাঃ)-এর হাদীস, ইবরাহীম (রঃ) সেই হাদীস দ্বারা এর বিরোধিতা করেছেন, যা আমরা আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণনা করছি যে, তিনি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে উল্লেখিত আমল করতে দেখেন নি। আর আব্দুল্লা্‌ (রাঃ) ওয়াইল (রঃ) অপেক্ষা রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে সাহচর্যের দিক দিয়ে অগ্রণী এবং তাঁর কার্যাদি সম্পর্কে অধিক প্রজ্ঞা সম্পন্ন। রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুহাজিরীনদেরকে নিজের নিকটবর্তী করতে পছন্দ করতেন, যেন তাঁরা তাঁর থেকে (বিধিবিধান) সংরক্ষণ করতে সক্ষম হন।
1358 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فَلَمْ يَكُنْ يَرْفَعُ يَدَيْهِ إِلَّا فِي التَّكْبِيرَةِ الْأُولَى مِنَ الصَّلَاةِ» فَهَذَا ابْنُ عُمَرَ قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ , ثُمَّ قَدْ تَرَكَ هُوَ الرَّفْعَ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا يَكُونُ ذَلِكَ إِلَّا وَقَدْ ثَبَتَ عِنْدَهُ نَسْخُ مَا قَدْ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِعْلَهُ وَقَامَتِ الْحُجَّةُ عَلَيْهِ بِذَلِكَ. فَإِنْ قَالَ قَائِلٌ: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ قِيلَ لَهُ وَمَا دَلَّكَ عَلَى ذَلِكَ؟ فَلَنْ تَجِدَ إِلَى ذَلِكَ سَبِيلًا. فَإِنْ قَالَ: فَإِنْ طَاوُسًا قَدْ ذَكَرَ أَنَّهُ رَأَى ابْنَ عُمَرَ يَفْعَلُ مَا يُوَافِقُ مَا رُوِيَ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِنْ ذَلِكَ قِيلَ لَهُمْ: فَقَدْ ذَكَرَ ذَلِكَ طَاوُسٌ , وَقَدْ خَالَفَهُ مُجَاهِدٌ فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ابْنُ عُمَرَ فَعَلَ مَا رَآهُ طَاوُسٌ مَا يَفْعَلُهُ قَبْلَ أَنْ تَقُومَ عِنْدَهُ الْحُجَّةُ بِنَسْخِهِ , ثُمَّ قَامَتْ عِنْدَهُ الْحُجَّةُ بِنَسْخِهِ فَتَرَكَهُ وَفَعَلَ مَا ذَكَرَهُ عَنْهُ مُجَاهِدٌ. هَكَذَا يَنْبَغِي أَنْ يُحْمَلَ مَا رُوِيَ عَنْهُمْ , وَيُنْفَى عَنْهُ الْوَهْمُ , حَتَّى يَتَحَقَّقَ ذَلِكَ , وَإِلَّا سَقَطَ أَكْثَرُ الرِّوَايَاتِ. وَأَمَّا حَدِيثُ وَائِلٍ , فَقَدْ ضَادَّهُ إِبْرَاهِيمُ بِمَا ذَكَرَ , عَنْ عَبْدِ اللهِ أَنَّهُ لَمْ يَكُنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ مَا ذَكَرَ فَعَبْدُ اللهِ أَقْدَمُ صُحْبَةً لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَأَفْهَمُ بِأَفْعَالِهِ مِنْ وَائِلٍ , قَدْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ أَنْ يَلِيَهُ الْمُهَاجِرُونَ لِيَحْفَظُوا عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৫৮ | মুসলিম বাংলা