শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৫২
রুকু, সিজদা ও রুকুর থেকে উঠার সময় হাত উঠাতে হয় কিনা।
১৩৫২। আবু বাকরা (রঃ).......মুগীরা (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার ইবরাহীম (রঃ) কে ওয়াইল (রাঃ)-এর হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে, তিনি নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে দেখেছেন, তিনি সালাতের শুরুতে এবং রুকূর সময়; রুকূ থেকে মাথা উঠাবার সময় হাত তুলতেন। যদি ওয়াইল (রাঃ) তাঁকে একবার এরূপ করতে দেখে থাকেন তাহলে আব্দুল্লাহ্ (রাঃ) তাঁকে পঞ্চাশবার এরূপ না করতে দেখেছেন।
1352 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ: قُلْتُ لِإِبْرَاهِيمَ: حَدِيثُ وَائِلٍ «أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ , وَإِذَا رَكَعَ , وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ؟» فَقَالَ: إِنْ كَانَ وَائِلٌ رَآهُ مَرَّةً يَفْعَلُ ذَلِكَ , فَقَدْ رَآهُ عَبْدُ اللهِ خَمْسِينَ مَرَّةً , لَا يَفْعَلُ ذَلِكَ "
