শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩২৬
সালাতে নিচু হওয়ার সময় তাকবীর বলা
১৩২৬। রবীউল মুয়াযযিন (রাহঃ).......আসওয়াদ ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আবু মুসা আশ্আরী (রাঃ) বলেন, আলী (রাঃ) আমাদেরকে সেই সালাত স্মরণ করিয়ে দিলেন, যা আমরা নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে আদায় করতাম ৷ হয়তো আমরা তা ভুলে গিয়েছি অথবা ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিয়েছিলাম। তিনি যখনই নীচে যেতেন, উপরে উঠতেন এবং সিজ্দা করতেন তাকবীর বলতেন।
1326 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ: قَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ , ذَكَّرَنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ صَلَاةً كُنَّا نُصَلِّيهَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِمَّا نَسِينَاهَا، وَإِمَّا تَرَكْنَاهَا عَمْدًا يُكَبِّرُ كُلَّمَا خَفَضَ , وَكُلَّمَا رَفَعَ , وَكُلَّمَا سَجَدَ "
