শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২৪
আন্তর্জাতিক নং: ১৩২৫
সালাতে নিচু হওয়ার সময় তাকবীর বলা
১৩২৪-১৩২৫। ইব্ন আবী দাউদ (রঃ)..... ইকরামা (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমাদেরকে নিয়ে আবু হুরায়রা (রাঃ) সালাত আদায় করলেন এবং তিনি যখন ওঠা-নামা করতেন তাকবীর বলতেন। আমি ইব্ন আব্বাস (রাঃ)-এর নিকট এলাম এবং তাঁকে এ বিষয়ে অবহিত করলাম। তিনি বললেন, এটা কি আবুল কাসিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নত নয়? (অর্থাৎ তাঁর
সুন্নত)।

সালিহ ইব্ন আব্দির রহমান (রঃ)......ইকরামা (রঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি আবু হুরায়রা (রাঃ)- এর উল্লেখ করেননি।
1324 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ , قَالَ: ثنا عَبْدُ اللهِ الدَّانَاجُ , قَالَ: ثنا عِكْرِمَةُ , قَالَ: صَلَّى بِنَا أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , فَكَانَ يُكَبِّرُ إِذَا رَفَعَ , وَإِذَا وَضَعَ. فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ فَأَخْبَرْتُهُ بِذَلِكَ فَقَالَ: «أَوَ لَيْسَ ذَلِكَ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

1325 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدٌ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ، مِثْلَهُ , وَلَمْ يَذْكُرْ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩২৪ | মুসলিম বাংলা