শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৪৮
যুহর ও আসরের কিরাআত
১২৪৮। ফাহাদ (রাহঃ) .....উবায়দুল্লাহ্ ইবুন মিকসাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন যে, যে সমস্ত সালাতে আপনারা জোরে কিরা'আত পড়েন না তা আপনারা ঘরে আদায় করলেন কি করে ? তিনি বললেন, আমরা যুহর ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতের প্রতি রাক'আতে সূরা ফাতিহা এবং অন্য কোন সূরা তিলাওয়াত করি। আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করি এবং দু'আ প্রার্থনা করি।
1248 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّهُ سَأَلَهُ كَيْفَ تَصْنَعُونَ فِي صَلَاتِكُمُ الَّتِي لَا تَجْهَرُونَ فِيهَا بِالْقِرَاءَةِ إِذَا كُنْتُمْ فِي بُيُوتِكُمْ؟ فَقَالَ: «نَقْرَأُ فِي الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي كُلِّ رَكْعَةٍ , بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ , وَنَقْرَأُ فِي الْأُخْرَيَيْنِ بِأُمِّ الْقُرْآنِ وَنَدْعُو»
