শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৪৭
যুহর ও আসরের কিরাআত
১২৪৭। হুসাইন ইবন নসর (রাহঃ) উবায়দুল্লাহ্ ইবন মিকসাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি জাবির ইবন আব্দিল্লাহ (রাযিঃ)-কে যুহর ও আসরের সালাতে কিরা'আত পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, আমি প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং এর সঙ্গে অন্য কোন সূরা তিলাওয়াত করি। আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করি।
1247 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ مِقْسَمٍ، قَالَ: سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ , عَنِ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ , فَقَالَ: «أَمَّا أَنَا فَأَقْرَأُ، فِي الْأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ سُورَةٍ وَفِي الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান