শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৪৫
যুহর ও আসরের কিরাআত
১২৪৫। আবু বাকরা (রাযিঃ) .....জামিল ইবন মুররা (রাহঃ) ও হাকীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা একবার মুওয়াররাক আজালী (রাহঃ)-এর নিকট গেলেন। তিনি তাঁদেরকে নিয়ে যুহরের সালাত আদায় করলেন এবং তিনি সূরা 'কাফ' এবং 'যারিয়াত' তিলাওয়াত করেন। তিনি তাঁর কিরাআতের কিছু অংশ তাদেরকে শুনিয়েছেন। সালাত শেষে বললেন, আমি ইবন উমার (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনি সূরা 'কাফ' এবং 'যারিয়াত' তিলাওয়াত করেছেন এবং তিনি আমাদেরকে অনুরূপভাবে (কিরাআত) শুনিয়েছেন যেমনিভাবে আমি তোমাদেরকে শুনিয়েছি।
1245 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ جَمِيلِ بْنِ مُرَّةٍ، وَحَكِيمٍ أَنَّهُمَا دَخَلَا عَلَى مُوَرِّقٍ الْعِجْلِيِّ فَصَلَّى بِهِمُ الظُّهْرَ , فَقَرَأَ بِقَافِ وَالذَّارِيَاتِ أَسْمَعَهُمْ بَعْضَ قِرَاءَتِهِ. فَلَمَّا انْصَرَفَ قَالَ: «صَلَّيْتُ خَلْفَ ابْنِ عُمَرَ فَقَرَأَ بِقَافِ وَالذَّارِيَاتِ , وَأَسْمَعَنَا , نَحْوَ مَا أَسْمَعْنَاكُمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৪৫ | মুসলিম বাংলা