শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৪৪
যুহর ও আসরের কিরাআত
১২৪৪। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) .... আবু মারইয়াম আসাদী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন মাসউদ (রাযিঃ)-কে যুহরের সালাতে কিরা'আত পড়তে শুনেছি।
1244 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ قَالَ: سَمِعْتُ أَبَا مَرْيَمَ الْأَسَدِيَّ يَقُولُ: «سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقْرَأُ فِي الظُّهْرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২৪৪ | মুসলিম বাংলা