শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১৯
যুহর ও আসরের কিরাআত
১২১৯। আলী ইবন শায়বা (রাহঃ) .....আইযার ইবন হুরায়স (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার ইবন আব্বাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত হয়েছি, তাকে বলতে শুনেছি, কিরাআত পাঠ ব্যতীত কোন সালাত পড়বে না। যদিও তা সূরা ফাতিহা হোক না কেন।
1219 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ، قَالَ: شَهِدْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَسَمِعْتُهُ يَقُولُ: «لَا تُصَلِّ صَلَاةً إِلَّا قَرَأْتُ فِيهَا وَلَوْ بِفَاتِحَةِ الْكِتَابِ»
