শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২০০
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১২০০। আহমদ ইবন আবী ইমরান (রাহঃ) ও আলী ইবন আব্দির রহমান ইবন মুহাম্মাদ ইবন মুগীরা (রাহঃ) ....... কাতাদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি ও "আমি নবী (ﷺ), আবু বাকর, উমার, উসমান (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি। আমি তাঁদের কাউকে বিসমিল্লাহ..... জোরে পড়তে শুনিনি।”
1200 - وَكَمَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عِمْرَانَ , وَعَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ , قَالَا: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ , قَالَ: أنا شَيْبَانُ , عَنْ قَتَادَةَ , قَالَ: سَمِعْتُ أَنَسًا يَقُولُ: " صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَجْهَرُ بِ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] "
