শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৯৮
আন্তর্জাতিক নং: ১১৯৯
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১১৯৮-১১৯৯। ইউনুস ইবন আব্দিল আ'লা (রাহঃ) …. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু বাকর, উমার, উসমান (রাযিঃ) সকলের পিছনে দাঁড়িয়ে (সালাত আদায় করেছি) তারা সকলেই যখন সালাত শুরু করতেন বিসমিল্লাহ ...... পড়তেন না।
ফাহাদ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আবু বাকর ও উমার (রাযিঃ), রাবী হুমায়দ (রাহঃ)-এর ধারণায় তিনি নবী (ﷺ)-এরও উল্লেখ করেছেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
ফাহাদ (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আবু বাকর ও উমার (রাযিঃ), রাবী হুমায়দ (রাহঃ)-এর ধারণায় তিনি নবী (ﷺ)-এরও উল্লেখ করেছেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
1198 - وَكَمَا حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: " قُمْتُ وَرَاءَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُمْ , فَكُلُّهُمْ كَانَ لَا يَقْرَأُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] إِذَا افْتَتَحَ الصَّلَاةَ "
1199 - وَكَمَا حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ , عَنْ حُمَيْدٍ , عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ وَيَرَى حُمَيْدٌ أَنَّهُ قَدْ ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ نَحْوَهُ
1199 - وَكَمَا حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو غَسَّانَ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ , عَنْ حُمَيْدٍ , عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ وَيَرَى حُمَيْدٌ أَنَّهُ قَدْ ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ نَحْوَهُ
