শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৯৫
সালাতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া
১১৯৫। ফাহাদ (রাহঃ) ইবন আব্দিল্লাহ ইবন মুগাফ্ফল (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, আমি ইসলামে নতুন বিধান (বিদ'আত) সৃষ্টি করায় ব্যাপারে তাঁর অপেক্ষা কঠোর কাউকে দেখিনি। তিনি আমাকে (একবার সালাতে) বিসমিল্লাহ পড়তে শুনে বললেনঃ প্রিয় বৎস, তুমি অবশ্যই ইসলামে 'বিদআত' সৃষ্টি থেকে বেঁচে থাকবে। আমি রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বাকর, উমার, উসমান (রাযিঃ) সকলের সঙ্গে সালাত আদায় করেছি; কিন্তু তাঁদের কাউকেই এটা জোরে পড়তে শুনিনি। সুতরাং যখন তুমি কিরাআত পড়বে তখন বলবে, 'আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন'।
1195 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ قَيْسِ بْنِ عَبَايَةَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، عَنْ أَبِيهِ وَقَلَّمَا رَأَيْتُ رَجُلًا أَشَدَّ عَلَيْهِ حَدَثًا فِي الْإِسْلَامِ، مِنْهُ , فَسَمِعَنِي وَأَنَا أَقْرَأُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فَقَالَ: " أَيْ بُنَيَّ , إِيَّاكَ وَالْحَدَثَ فِي الْإِسْلَامِ , فَإِنِّي قَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ , وَعُمَرَ , وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ , فَلَمْ أَسْمَعْهَا مِنْ أَحَدٍ مِنْهُمْ , وَلَكِنْ إِذَا قَرَأَتْ فَقُلْ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] "
