আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯১১
২৫৭৩.সূরা আত তাহরীম আল্লাহর বাণীঃ يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك والله غفور رحيم "হে নবী! আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তুমি তা নিষিদ্ধ করছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু" (৬৬ঃ ১)[১]

[১] রাসূলুল্লাহ (সা) তাঁর কোন স্ত্রীর মনোতুষ্টির জন্য ভবিষ্যতে মধু পান না করার কসম করেন। হালাল খাদ্য গ্রহণ না করার কসম করা সুলুল্লাহ (সা)-এর জন্য শোভন নয়। এতে ভবিষ্যতে তাঁর উম্মতের জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সম্ভবত এ কারণে কসম ভঙ্গ করতে তাকে এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে ।
৪৫৫০। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাঈর (রাহঃ) থেকে বর্ণিত, ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, এরূপ হারাম করে নেয়ার ক্ষেত্রে কাফ্ফারা দিতে হবে। ইবনে আব্বাস (রাযিঃ) এ-ও বললেন যে, “রাসূল (ﷺ) এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন