শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫২
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৫২। ইউনুস (রাহঃ) ...... নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমার (রাযিঃ) তাঁর গভর্ণরদের উদ্দেশ্যে লিখলেন : “আমার নিকট তোমাদের সর্বাপ্রেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল সালাত। যে ব্যক্তি এর হিফাযত করবে সে নিজের দ্বীনের হিফাযত করল, আর যে ব্যক্তি তা বিনষ্ট করবে সে তো (সালাত ব্যতীত) অপরাপর বিধানকে অধিক বিনষ্টকারী হবে। আসরের সালাতকে এমন সময় আদায় করবে, যখন সূর্য উর্ধ্বাকাশে উজ্জ্বল ও নির্মল থাকবে এবং কোন আরোহী দুই বা তিন ফরসাখ দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে।”
1152 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ نَافِعٍ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى عُمَّالِهِ: «إِنَّ أَهَمَّ أَمْرِكُمْ عِنْدِي الصَّلَاةُ , مَنْ حَفِظَهَا وَحَافَظَ عَلَيْهَا , حَفِظَ دِينَهُ , وَمَنْ ضَيَّعَهَا فَهُوَ لِمَا سِوَاهَا أَضْيَعُ , صَلُّوا الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ , قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ فَرْسَخَيْنِ أَوْ ثَلَاثَةً»
