শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৪
আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলম্বে ?
১১৪৪। নাসসার ইবন হারর মিসমাঈ বসরী (রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এমন সময় আসরের সালাত আদায় করতেন, যখন সূর্য উর্ধ্বাকাশে উজ্জ্বল থাকত।
বিশ্লেষণ
এই হাদীসে আনাস (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সংবাদ দিচ্ছেন যে, তিনি তা এমন সময় আদায় করতেন যখন সূর্য উর্ধ্বাকাশে উজ্জ্বল থাকত। এতে প্রমাণিত হয় যে, তিনি কখনও তা বিলম্বে আদায় করতেন এবং সালাত আদায় করার সময় এবং সূর্য অস্তমিত হওয়ার মাঝখানে এতটুকু সময় থাকত যে, কোন ব্যক্তি যুলহুলায়ফা এবং ওই সমস্ত স্থানসমূহের দিকে যেতে পারত, যা এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে। আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে এ বিষয়ে এটাও বর্ণিত আছে :
বিশ্লেষণ
এই হাদীসে আনাস (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সংবাদ দিচ্ছেন যে, তিনি তা এমন সময় আদায় করতেন যখন সূর্য উর্ধ্বাকাশে উজ্জ্বল থাকত। এতে প্রমাণিত হয় যে, তিনি কখনও তা বিলম্বে আদায় করতেন এবং সালাত আদায় করার সময় এবং সূর্য অস্তমিত হওয়ার মাঝখানে এতটুকু সময় থাকত যে, কোন ব্যক্তি যুলহুলায়ফা এবং ওই সমস্ত স্থানসমূহের দিকে যেতে পারত, যা এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে। আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে এ বিষয়ে এটাও বর্ণিত আছে :
1144 - مَا حَدَّثَنَا نَصَّارُ بْنُ حَرْبٍ الْمِسْمَعِيُّ الْبَصْرِيُّ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ , عَنْ أَبِي الْأَبْيَضِ , عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةَ الْعَصْرِ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ» فَقَدْ أَخْبَرَ أَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُ فِي هَذَا الْحَدِيثِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يُصَلِّيهَا وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ , فَذَلِكَ دَلِيلٌ عَلَى أَنَّهُ قَدْ كَانَ يُؤَخِّرُهَا , ثُمَّ يَكُونُ بَيْنَ الْوَقْتِ الَّذِي كَانَ يُصَلِّيهَا فِيهِ وَبَيْنَ غُرُوبِهَا , مِقْدَارُ مَا كَانَ يَسِيرُ الرَّجُلُ إِلَى ذِي الْحُلَيْفَةِ وَإِلَى مَا ذُكِرَ فِي هَذِهِ الْآثَارِ , مِنَ الْأَمَاكِنِ. وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَيْضًا فِي ذَلِكَ ,
