শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৩০
যুহরের সালাতের মুস্তাহাব ওয়াক্ত
১১৩০। ফাহাদ ইব্‌ন সুলায়মান (রাহঃ)...... সুওয়াইদ ইবন গাফালা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার হাজ্জাজ যুহরের সালাতের আযান শুনেন। তিনি তখন 'জাব্বানা'তে অবস্থান করছিলেন। তিনি তখন তার নিকট পয়গাম পাঠালেন যে, এটা কিরূপ সালাত (আযান) ? তিনি বললেন, আমি আবু বাকর (রাযিঃ), উমার (রাযিঃ) ও উসমান (রাযিঃ)-এর সঙ্গে এমনি সময় ( যুহরের) সালাত আদায় করেছি যখন সূর্য ঢলে পড়েছে। তিনি বলেন, তারপর হাজ্জাজ তাঁকে ফিরিয়ে দিয়ে বলল তুমি আযানও দিবেনা ইমামতিও করবে না।

তাকে উত্তরে বলা হবে: এ হাদীসে এরূপ কোন কথা নেই যে, সুওয়াইদ (রাযিঃ) তাঁদেরকে যে ওয়াক্তে দেখেছেন তা গ্রীষ্মকাল ছিল। সম্ভবত তা শীতকাল ছিল। আর তাঁদের মতে গ্রীষ্মকালের বিধান তার পরিপন্থী। এর উপর প্রমাণ হল নিম্নরূপ :
1130 - بِمَا حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ قَالَ: أنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , عَنْ أَبِي حُصَيْنٍ , عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ: سَمِعَ الْحَجَّاجُ أَذَانَهُ بِالظُّهْرِ وَهُوَ فِي الْجَبَّانَةِ فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ: مَا هَذِهِ الصَّلَاةُ قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ وَمَعَ عُمَرَ وَمَعَ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمْ , حِينَ زَالَتِ الشَّمْسُ قَالَ: فَصَرَفَهُ وَقَالَ: «لَا تُؤَذِّنْ وَلَا تَؤُمَّ» قِيلَ لَهُ لَيْسَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْوَقْتَ الَّذِي رَآهُمْ فِيهِ سُوَيْدٌ , كَانَ فِي الصَّيْفِ , وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ كَانَ فِي الشِّتَاءِ , وَيَكُونُ حُكْمُ الصَّيْفِ , عِنْدَهُمْ , بِخِلَافِ ذَلِكَ. وَالدَّلِيلُ عَلَى ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১৩০ | মুসলিম বাংলা