শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৩
আন্তর্জাতিক নং: ১১০৫
যুহরের সালাতের মুস্তাহাব ওয়াক্ত
১১০৩-১১০৫। ফাহাদ (রাহঃ)..... হারিসা ইবন মুদাররিব বা তাঁর ন্যায় অন্য কোন সঙ্গী থেকে রিওয়ায়াত করেন যে, খাব্বাব (রাযিঃ) বলেছেন: আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উত্তপ্ত বালুকারাশির (সময় যুহরের সালাত আদায় করার ব্যাপারে) অভিযোগ উত্থাপন করলাম। তিনি আমাদের অভিযোগকে গ্রহণ করলেন না।

আবু উমাইয়া (রাহঃ)...... খাব্বাব (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1103 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أَبِي قَالَ: ثنا الْأَعْمَشُ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ حَارِثَةِ بْنِ مُضَرِّبٍ، أَوْ مَنْ هُوَ مِثْلُهُ مِنْ أَصْحَابِهِ قَالَ خَبَّابٌ: «شَكَوْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّ الرَّمْضَاءِ فَلَمْ يُشْكِنَا»

1104 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا قَبِيصَةُ، قَالَ: ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، ح

1105 - وَحَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، وَمُحَمَّدُ بْنُ سَعِيدٍ، قَالَ: أنا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا ابْنُ الْأَصْبَهَانِيِّ، قَالَ: ثنا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ حَارِثَةَ، عَنْ خَبَّابٍ، مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১০৩ | মুসলিম বাংলা