শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০১
আন্তর্জাতিক নং: ১১০২
যুহরের সালাতের মুস্তাহাব ওয়াক্ত
১১০১-১১০২। আবু বাকরা (রাহঃ).... খাব্বাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট দ্বি-প্রহরের উত্তপ্ত বালুকারাশির অভিযোগ করলাম। কিন্তু তিনি আমাদের অভিযোগকে গ্রহণ করলেন না।

আবু বিশর রকী (রাহঃ)....খাব্বাব (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু ইসহাক (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যুহরের সালাত তাড়াতাড়ি আদায় করতেন, যার ফলে লোকদের তীব্র গরম অনুভূত হত।
1101 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ وَهْبٍ، عَنْ خَبَّابٍ، قَالَ: «شَكَوْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَرَّ الرَّمْضَاءِ بِالْهَجِيرِ فَمَا أَشْكَانَا»

1102 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ زِيَادِ بْنِ خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ وَهْبٍ، عَنْ خَبَّابٍ، مِثْلَهُ قَالَ أَبُو إِسْحَاقَ: كَانَ يُعَجِّلُ الظُّهْرَ فَيَشْتَدُّ عَلَيْهِمُ الْحَرُّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১১০১ | মুসলিম বাংলা