শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯৩
আন্তর্জাতিক নং: ১০৯৪
ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব)
১০৯৩-১০৯৪। ইসমাঈল ইব্‌ন ইয়াহইয়া মুযানী (রাহঃ)........ ইরাক ইব্‌ন মালিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছি: আমি মদীনা এলাম এবং তখন রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বারে অবস্থান করছিলেন। বনু গিফারের জনৈক ব্যক্তি লোকদের ইমামতি করছিলেন। আমি তাঁকে শুনেছি যে, তিনি ফজরের সালাতের প্রথম রাক'আতে সূরা ‘মারয়াম' এবং দ্বিতীয় রাক'আতে ‘ওয়াইলুল্লিল মুতাফ্ফিন’ পাঠ করেছেন।

ইবন আবী দাউদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, সিবা' ইবন উরফাতা গিফারী (রাযিঃ)-কে মদীনায় প্রতিনিধি করা হয়েছিল এবং আমি তাঁর পিছনে সালাত আদায় করেছি।

সিবা ইবন উরফাতা
বস্তুত এই সিবা ইবন উরফাতা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুগে তাঁর স্থলাভিষিক্ততায় লোকদেরকে ফজরের সালাত পড়াতে গিয়ে তাতে এমনভাবে দীর্ঘ কিরা'আত করতেন যাতে আলো-আঁধার উভয়টিই পাওয়া যেত। এ বিষয়ে আবুদ্ দারদা (রাযিঃ) থেকেও কিছু বর্ণিত আছে :
1093 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ قَالَ: أنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , قَالَ: ثنا عُثْمَانُ بْنُ أَبِي سُلَيْمَانَ , قَالَ: سَمِعْتُ عِرَاكَ بْنَ مَالِكٍ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: «قَدِمْتُ الْمَدِينَةَ وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَيْبَرَ وَرَجُلٌ مِنْ بَنِي غِفَارٍ , يَؤُمُّ النَّاسَ فَسَمِعْتُهُ يَقْرَأُ فِي صَلَاةِ الصُّبْحِ , فِي الرَّكْعَةِ الْأُولَى بِسُورَةِ مَرْيَمَ وَفِي الثَّانِيَةِ بِوَيْلٌ لِلْمُطَفِّفِينَ»

1094 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ خُثَيْمِ بْنِ عِرَاكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: فَاسْتَخْلَفَ عَلَى الْمَدِينَةِ سِبَاعَ بْنَ عُرْفُطَةَ الْغِفَارِيَّ فَصَلَّيْتُ خَلْفَهُ. فَهَذَا سِبَاعُ بْنُ عُرْفُطَةَ قَدْ كَانَ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاسْتِخْلَافِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُ , يُصَلِّي بِالنَّاسِ صَلَاةَ الصُّبْحِ هَكَذَا , يُطِيلُ فِيهَا الْقِرَاءَةَ , حَتَّى يُصِيبَ فِيهَا التَّغْلِيسَ وَالْإِسْفَارَ جَمِيعًا. وَقَدْ رُوِيَ أَيْضًا , عَنْ أَبِي الدَّرْدَاءِ مِنْ هَذَا شَيْءٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৯৩ | মুসলিম বাংলা