শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪৫
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০৪৫। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আব্দুর রহমান ইব্ন লাবীবা তাঈফী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার আবু হুরায়রা (রাযিঃ) কে ‘সালাতুল উস্তা’ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তিনি বললেন, আমি অতি সত্ত্বর তোমায় কুরআন পড়াব যাতে তুমি তা জানতে পারবে। আল্লাহ্ তাআলা কি নিজ কিতাবে কলেননি? (أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ) “সূর্য ঢলে পড়ার সময় সালাত কায়েম কর” এর দ্বারা যুহরের সালাত উদ্দেশ্য। (إِلَى غَسَقِ اللَّيْلِ) “রাতের অন্ধকার পর্যন্ত”-এর দ্বারা মাগরিব (সালাত) উদ্দেশ্য, (وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ) “ইশার সালাতের পরে এই তিনটি তোমাদের পর্দার সময়” এর দ্বারা ইশার সালাত উদ্দেশ্য। তিনি বলেনঃ (إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا) “নিশ্চয় ফজরের সালাত (ফিরিশতাদের) উপস্থিতির সময়”-এর দ্বারা ফজরের সালাত উদ্দেশ্য। তারপর তিনি (حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى) “তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত সালাতুল উস্তা (মধ্যবর্তী সালাত-এর প্রতি) এবং “তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে” এর দ্বারা আসরের সালাত উদ্দেশ্য।
নামকরণের কারণ
যদি কোন ব্যক্তি বলে যে, আসরের সালাতকে সালাতুল উস্তা বলা হয় কেন?
তাকে বলা হবেঃ এ বিষয়ে লোকেরা (আলিমগণ) দুই প্রকার বক্তব্য প্রদান করেছেনঃ একদল বলেন, এ নাম এ জন্য রাখা হয়েছে যে, এটা রাতের দুই সালাত (মাগরিব ও ইশা) এবং দিনের দুই সালাতের (ফজর ও যুহরের) মাঝে রয়েছে। অপর দল এ বিষয়ে নিম্নোক্ত বক্তব্য প্রদান করেছেনঃ
নামকরণের কারণ
যদি কোন ব্যক্তি বলে যে, আসরের সালাতকে সালাতুল উস্তা বলা হয় কেন?
তাকে বলা হবেঃ এ বিষয়ে লোকেরা (আলিমগণ) দুই প্রকার বক্তব্য প্রদান করেছেনঃ একদল বলেন, এ নাম এ জন্য রাখা হয়েছে যে, এটা রাতের দুই সালাত (মাগরিব ও ইশা) এবং দিনের দুই সালাতের (ফজর ও যুহরের) মাঝে রয়েছে। অপর দল এ বিষয়ে নিম্নোক্ত বক্তব্য প্রদান করেছেনঃ
1045 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُثْمَانَ، عَنْ خُثَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ لَبِيبَةَ الطَّائِفِيِّ: أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ عَنِ الصَّلَاةِ الْوُسْطَى، فَقَالَ: " سَأَقْرَأُ عَلَيْكَ الْقُرْآنَ , حَتَّى تَعْرِفَهَا , أَلَيْسَ يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ فِي كِتَابِهِ {أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ} [الإسراء: 78] الشَّمْسِ الظُّهْرُ {إِلَى غَسَقِ اللَّيْلِ} [الإسراء: 78] الْمَغْرِبُ {وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ} [النور: 58] الْعَتَمَةُ وَيَقُولُ {إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا} [الإسراء: 78] , الصُّبْحُ , ثُمَّ قَالَ: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] هِيَ الْعَصْرُ هِيَ الْعَصْرُ " فَإِنْ قَالَ قَائِلٌ: وَلِمَ سُمِّيَتْ صَلَاةُ الْوُسْطَى صَلَاةَ الْعَصْرِ؟ قِيلَ لَهُ قَدْ قَالَ النَّاسُ فِي هَذَا قَوْلَيْنِ , فَقَالَ قَوْمٌ: سُمِّيَتْ بِذَلِكَ لِأَنَّهَا بَيْنَ صَلَاتَيْنِ مِنْ صَلَاةِ اللَّيْلِ وَبَيْنَ صَلَاتَيْنِ مِنْ صَلَاةِ النَّهَارِ. وَقَالَ آخَرُونَ فِي ذَلِكَ
