শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪২
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০৪২। ইব্ন মারযূক (রাহঃ)..... উবায় ইব্ন কা’ব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ‘সালাতুল উস্তা’ হল আসরের সালাত।
1042 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: «الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الْعَصْرِ»
