শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪০
আন্তর্জাতিক নং: ১০৪১
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০৪০-১০৪১। ইব্ন মারযূক (রাহঃ) ও আলী ইব্ন মা’বাদ (রাহঃ)..... সামুরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
বস্তুত এই সমস্ত মুতাওয়াতির হাদীস বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত হয়ে এসেছে যে, ‘সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) হল আসরের সালাত।
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মহান সাহাবীগণও এ কথাই বলেছেনঃ
1040 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، ح

1041 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَهَذِهِ آثَارٌ قَدْ تَوَاتَرَتْ وَجَاءَتْ مَجِيئًا صَحِيحًا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الصَّلَاةَ الْوُسْطَى , هِيَ الْعَصْرُ وَقَدْ قَالَ: بِذَلِكَ أَيْضًا جُلَّةٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০৪০ | মুসলিম বাংলা