শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০২০
' সালাতুল উস্তা ' (মধ্যবর্তী সালাত) কোনটি?
১০২০। ফাহাদ (রাহঃ).....আমের আশ্শা‘বী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যদি কুনূতের সেই মর্ম হত যা তোমরা বলছ তাহলে নবী((ﷺ))-এর জন্য তা থেকে কোন অংশ থাকত না। কুনূতের মর্ম হল আনুগত্য। অর্থাৎ وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ “এবং যে ব্যক্তি তোমাদের (আযওয়াজে মুতাহ্ হারাত) থেকে আল্লাহ্ ও তাঁর রাসূল-এর আনুগত্য করে।”
1020 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: " لَوْ كَانَ الْقُنُوتُ كَمَا تَقُولُونَ , لَمْ يَكُنْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ شَيْءٌ , إِنَّمَا الْقُنُوتُ الطَّاعَةُ يَعْنِي {وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ} [الأحزاب: 31] "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১০২০ | মুসলিম বাংলা