শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৬
সালাতের ওয়াক্ত
৯৪৬। ইবন আবী দাউদ (রাহঃ)..... উরওয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আয়েশা (রাযিঃ) বলেছেনঃ একদা রাতে রাসুলুল্লাহ্ ইশার সালাতে অনেক বিলম্ব করে ফেললেন, অবশেষে উমার (রাযিঃ) তাঁকে সম্বোধন করে বললেন : লোকেরা ও শিশুগণ ঘুমিয়ে পড়েছে। তারপর রাসূলুল্লাহ (সালাতের জন্য) বের হলেন এবং বললেন তোমরা ব্যতীত পৃথিবীর কেউই এই সালাতের জন্য অপেক্ষা করে না। তখন মদীনা ব্যতীত কোথাও এভাবে (জামা'আতে) সালাত আদায় করা হত না। উম্মুল মু'মিনীন (রাযিঃ) বলেন, তাঁরা (সাহাবীগণ) রাতের অন্ধকার নেমে আসার পর থেকে রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত ইশার সালাত আদায় করতেন।
946 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْيَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: " أَعْتَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِالْعَتَمَةِ , حَتَّى نَادَاهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ: نَامَ النَّاسُ وَالصِّبْيَانُ. فَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرُكُمْ , وَلَا يُصَلِّي يَوْمَئِذٍ إِلَّا بِالْمَدِينَةِ. قَالَتْ وَكَانُوا يُصَلُّونَ الْعَتَمَةَ , فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ غَسَقُ اللَّيْلِ إِلَى ثُلُثِ اللَّيْلِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৪৬ | মুসলিম বাংলা