শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২২
সালাতের ওয়াক্ত
৯২২। বাহর ইবন নসর (রাহঃ)...... আমর ইবন আবাসা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসুলুল্লাহ বলেছেন যখন সূর্য উদিত হয় তখন তা শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে উদিত হয়, আর তা কাফিরদের সালাত তথা ইবাদতের সময়। কাজেই ঐ সময় সালাত আদায় করা থেকে বিরত থাক, যতক্ষণ না সূর্য উপরে উঠে এবং তার উদয়কালীন আলোকরশী দূরীভূত হয়। তারপর (যুহরের) সালাতে ফিরিশতাগণ শামিল হন এবং প্রত্যক্ষ করেন দ্বিপ্রহর পর্যন্ত। কেননা তা এমন একটি সময় যে সময়ে, জাহান্নামের দরজা খুলে দেয়া হয় এবং আলো প্রজ্জ্বলিত করা হয়। তখন ছায়া ঝুঁকে না পড়া পর্যন্ত সালাতে ফিরিশতাগণ শামিল হন এবং প্রত্যক্ষ করেন সূর্যাস্ত পর্যন্ত, কেননা তখন সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখানে অস্ত যায় আর তা কাফিরদের সালাতের (ইবাদতের) সময়।
922 - حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو يَحْيَى، وَضَمْرَةُ بْنُ حَبِيبٍ وَأَبُو طَلْحَةَ , عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَسَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا طَلَعَتِ الشَّمْسُ , فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ وَهِيَ سَاعَةُ صَلَاةِ الْكُفَّارِ فَدَعِ الصَّلَاةَ حَتَّى تَرْتَفِعَ وَيَذْهَبَ شُعَاعُهَا ثُمَّ الصَّلَاةُ مَحْضُورَةٌ مَشْهُودَةٌ إِلَى أَنْ يَنْتَصِفَ النَّهَارُ , فَإِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ جَهَنَّمَ وَتُسْجَرُ فَدَعِ الصَّلَاةَ حَتَّى يَفِيءَ الْفَيْءُ , ثُمَّ الصَّلَاةُ مَحْضُورَةٌ مَشْهُودَةٌ إِلَى غُرُوبِ الشَّمْسِ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ , وَهِيَ سَاعَةُ صَلَاةِ الْكُفَّارِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯২২ | মুসলিম বাংলা